আগামী মৌসুমে ইন্টারেই থাকছেন কন্টে

আগামী মৌসুমে ইন্টার মিলানের কোচ হিসেবে এন্টোনিও কন্টেই থাকছেন বলে সিরি-এ ক্লাব এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। গত সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে পরাজিত হবার পর কন্টের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল।

প্রথম মেয়াদে কিছু কিছু বিষয় নিয়ে কন্টের ক্ষোভে ক্লাবের সিনিয়র কিছু সদস্যের সাথে বিরোধের সৃষ্টি হয়। কিন্তু পুনর্জাগরিত ইন্টার কন্টের অধীনে জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে সিরি-এ শিরোপা হাতছাড়া করার পর শুক্রবার ইউরোপা লিগে সেভিয়ার কাছে পরাজিত হয়।

বিবৃতিতে ইন্টার জানিয়েছে, ‘ক্লাব ও এন্টোনিওর মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। দুই পক্ষই একসাথে কাজ করার ব্যপারে একমত হয়েছে, কিভাবে ক্লাবকে আরো ভালভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে।’

৫২ বছর বয়সী ইতালিয়ান জাতীয় দলের সাবেক এই কোচ জুভেন্টাসের হয়ে তিনটি সিরি-এ শিরোপা ও চেলসির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ইন্টারে যোগ দিয়েছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান