আগুন লাগলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই কক্ষটি বিভাগের শিক্ষকদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা কর‌ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। তবে তাদের সহায়তা নেবার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’ খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান