আজ থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ

করোনাভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব পৌর এলাকা লকডাউন ঘোষণা করায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ নিয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এএসএম মাকসুদ খান বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব পৌর এলাকায় সোমবার সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। একই সাথে কেন্দ্রীয় সরকার কলকাতা, দিল্লি ও মুম্বাইসহ ৮০ শহরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। তাই পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও সে দেশের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় কাঁচামালের অনেক ট্রাক আটকে থাকায় আমদানিকারকদের বিশেষ অনুরোধে সোমবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চলেছে। তবে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত তা বন্ধ থাকবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ্বজিৎ সরকার জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগে যারা দুই দেশে প্রবেশ করেছেন এমন যাত্রীরা নিজেদের দেশে ফিরতে পারবেন। সূত্র – ইউএনবি

আজকের বাজার / এ.এ