আপাতত চার্জ কমাবেনা বিকাশ

ব্যাংকিং সেবার বাইরে দীর্ঘ ৭ বছর ধরে সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভূক্তির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ভার্চুয়াল লেনদেনের হালের প্ল্যাটফর্ম বিকাশ। এরই মধ্যে তার সফলতাও পেয়েছে প্রতিষ্ঠানটি। অর্থ লেনদেনের ক্ষেত্রে হাজারে সাড়ে ১৮ টাকা চার্জ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অর্থ বিশ্লেষকরা মনে করেন, এই চার্জ অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন তো দেশে মোবাইল ব্যাংকিংয়ের নামে লুটপাট ও ডাকাতি হচ্ছে বলেও মন্তব্য করেছেন।

এ অবস্থায় ‘বিকাশ’ এর এই বিকাশের যুগে চার্জ কমিয়ে আনা কতটা উচিত?

প্রতিষ্ঠানটি বলছে, আপাতত চার্জ কমানোর কোনও পরিকল্পনা নেই তাদের। তবে ভবিষ্যতে সুযোগ থাকতে পারে বলে জানান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিকাশের অ্যাপ এর বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিকদের সামনে।বিকাশ অ্যাপের মাধ্যমে লেনদেনের সুবিধার দিক তুলে ধরতে এবং প্রান্তিক লেভেলে গ্রাহক সেবা সহজভাবে পৌছানোর লক্ষ্যে অ্যাপের ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিকাশ কতৃপক্ষ।

জাকির/