আবারো মাঠে ক্রিকেটারের মৃত্যু, স্থান: পাকিস্থান

আবারও ক্রিকেট মাঠে ঘটেছে মৃত্যুর ঘটনা। পাকিস্তানের মারদানে ব্যাটিং করার সময় বলের আঘাতে মারা গিয়েছেন দেশটির উদীয়মান ক্রিকেটার জুবায়ের আহমেদ।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে। জাতীয় এই দিবস উপলক্ষে নিজের শহর মারদানে ফখর জামান একাডেমীর হয়ে খেলছিলেন জুবায়ের। ঐ ম্যাচে ব্যাটিং করার সময় এক পেসারের বাউন্সার এসে লাগে জুবায়েরের মাথায়। সাথে সাথে তাকে নেওয়া হয় হাসপাতালে। যদিও বাঁচানো যায়নি তাকে।

তরুণ ক্রিকেটারের মৃত্যুতে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিজেদের টুইটার একাউন্টে জুবায়ের আহমেদকে নিয়ে লিখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উল্লেখ করা হয়, ‘জুবায়েরের এই মর্মান্তিক মৃত্যু আমাদের আরও একবার মনে করিয়ে দিল সব সময় সুরক্ষার জন্য হেলমেট পরা উচিত। জুবায়েরের পরিবারের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সমবেদনা জ্ঞাপন করছে।’

ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা ঘটলেই চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের কথা। তাছাড়া দেশের মাটিতে রমন লম্বার কথাতো আমরা সবাই জানি।

আজকের বাজার: সালি / ১৭ আগস্ট ২০১৭