আবৃত্তিশিল্পী কাজী আরিফ আর নেই

চিরদিনের জন্য ওপরে চলে গেলেন বরেণ্য আবৃত্তিশিল্পী, স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ। নিউইয়র্কের মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউলাহ যুক্তরাষ্ট্র থেকে এ তথ্য জানিয়েছেন ।

তার জন্ম ৩১ অক্টোবর ১৯৫২ সালে রাজবাড়ীতে। চট্টগ্রাম শহরে তার শিা ও বেড়ে ওঠা। একাধারে তিনি আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক। ১৯৭১ সালে মেজর রফিকের কমান্ডে ‘১নম্বর সেক্টর’-এ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন তিনি। দেশ ঘুরে আবৃত্তির প্রশিণ দিয়েছেন বিভিন্ন সংগঠন গুলোকে। প্রজ্ঞা লাবণী-কাজী আরিফ ছিল বাংলাদেশের প্রথম জনপ্রিয় আবৃত্তি ঝুটি।

আজকের বাজার: সালি/আরআর/২৯ এপ্রিল ২০১৭