আয়ারল্যান্ডে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত

আয়ারল্যান্ডে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির খবর জানিয়েছে দেশটির সরকার। আক্রান্ত ওই ব্যক্তি ইতালির উত্তররাঞ্চল সফর শেষে ফিরে আসার পর তার শরীরে ভাইরাসটি সনাক্ত হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ওই ব্যক্তি পূর্ব আয়ারল্যান্ডের। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, এটি অপ্রত্যাশিত কিছু নয়। আমরা জানুয়ারি থেকে করোনা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত দু হাজার নয়’শর বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারেরও বেশি। কাতার ও ইকুয়েডর তাদের নিজ নিজ দেশে শনিবার প্রথম করোনা ভাইরাসের আক্রান্তের খবর জানিয়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান