ইউক্রেনে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলের

বিশ্বের অনেক দেশ ও সংস্থা রাশিয়ার ইউক্রেন আগ্রাসন চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধে জড়িত যে কোন অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এসব সংস্থার মধ্যে জাতিসংঘ রয়েছে। খবর এএফপি’র।
লেবানন বশোদ্ভুত ব্রিটিশ ব্যারিস্টার আমাল ক্লনির মাধ্যমে তারা গতকাল বুধবার এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা ন্যায় বিচারের আহ্বান জানালেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার শঙ্কা রয়েছে।’
নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ক্লনি বলেন, ‘আমার আশঙ্কা আপনারা ব্যস্ত থাকবেন এবং বিভ্রান্ত হবেন। এতে প্রতিদিন ইউক্রেন যুদ্ধের আওতা ও  দেশটির জনগণের ভোগান্তি ধীরে ধীরে বাড়বে।’
আলবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওলতা ঝাকা বলেন, ‘এই যুদ্ধাপরাধে জড়িত দুষ্কৃতকারীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেট জোরদিয়ে বলেছেন, ইউক্রেনে হামলার শিকার হওয়া ব্যক্তিদের ও তাদের পরিবারের সদস্যদের ভোগান্তির কার্যকর প্রতিকার পাওয়া জরুরি।
তিনি বলেন, আজ পর্যন্ত তার দপ্তর ৫,৯৩৯ বেসামরিক নাগরিক হতাহতের তথ্য প্রমাণ পেয়েছে ও যাচাই করেছে। এদের মধ্যে ২,৭৮৭ জন নিহত ও ৩,১৫২ জন আহত হন।
এক্ষেত্রে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে তিনি জানান।