ইউক্রেন নিয়ে ব্লিংকেনের সাথে কথা বলতে এখনও প্রস্তুত রাশিয়া

রাশিয়া বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে ইউক্রেন নিয়ে আলোচনার জন্য তার দেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ প্রস্তুত রয়েছেন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলে সেনা পাঠনোর নির্দেশ দিয়েছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউটিউভে এক মন্তব্যে বলেছেন, এমনকি কঠিন এই মুহুর্তেও আমরা বলছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি।
তিনি আরো বলেন, আমরা সবসময়ই কূটনীতির পক্ষে।
এদিকে মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুটি অঞ্চল ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।
আমেরিকাসহ এর পশ্চিমা মিত্রদেশগুলো রাশিয়ার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।