ইউটিউবের সহযোগিতায় বাচ্চা প্রসব

যুক্তরাষ্ট্রের নারী টিয়া ফ্রিম্যান(২২) ইউটিউবের সহযোগিতায় বাচ্চা প্রসব করে আলোড়ন সৃষ্টি করেছেন।

ফ্রিম্যান জার্মানিতে ভ্রমণ করছিলেন। তুরস্কে যাত্রাবিরতির সময় ওই নারীর প্রসব বেদনা শুরু হয়।

এরপর একটি হোটেল কক্ষে একা একা সন্তান প্রসব করেন। সহযোগিতা নেন ইউটিউব টিউটোরিয়ালের।

এই অবিশ্বাস্য ঘটনা নিয়ে টিয়া তার টুইটারে বেশ কয়েকটি পোস্ট দেন। সেখানে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। এরপর সেগুলো ভাইরাল হয়ে যায়। বুধবার টিয়ার বন্ধু জ্যাকবও টুইটারে এ ঘটনার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

সন্তান প্রসবের পর টিয়া বাথরুম পরিষ্কার করেন। এরপর তিনি তার সন্তানকে বুকের দুধ খাওয়ান। এরপর তারা ঘুমিয়ে পড়েন।

পরের দিন টিয়া এয়ারপোর্টে যান। তিনি কীভাবে তার সন্তানকে নিয়ে জার্মানি যেতে পারবেন, এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এরপর তার ঘটনা শুনে স্থানীয় কর্মকর্তারা ও টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এ ঘটনা সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের শিরোনাম করা হয়। এরপর টিয়াকে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নেয়া হয়।

সেখানে তিনি তার সন্তানের জন্য জন্মসনদ ও পাসপোর্টের জন্য আবেদন করেন। জন্ম নেয়া ছেলেশিশুটির নাম রাখা হয়েছে জাভিয়ার অ্যাটা ফ্রিম্যান। এরপর তাদের হাসপাতালে নেয়া হয়। দুই সপ্তাহ পর সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন টিয়া।

আরজেড