ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড সুপারিশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

১ আগস্ট প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় । সভা থেকে ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের জন্য ১৪০ শতাংশ ডিভিডেন্ডের এ  ঘোষণা আসে।

আগামী ৯ নভেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে । এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বের।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা ৩ পয়সা । যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ৫৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৫৩ পয়সা যা গত বছর একই সময়ে ছিল ৩৪ টাকা । আর এসময়ে এনওসিএফপিএস দাড়িয়েছে ৯ টাকা ৭৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৯ টাকা ।

উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার কারনে আগামী ১১ আগস্ট প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোন প্রাইজ লিমিট থাকবে না।

 

আজকের বাজার/এমএইচ