ইউরোপীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। ভেনিজুয়েলার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা এই ব্যবস্থা নিলেন মাদুরো।

ভেনিজুয়েলার বিরোধী নেতাদের বিরুদ্ধে নির্যাতনমূলক ব্যবস্থা নেয়ার অভিযোগ তুলে দেশটির বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় এ জোট দাবি করছে, ভেনিজুয়েলার বিরোধী নেতাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলান্তে পেদরোসাকে ভেনিজুয়েলা ছাড়ার জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছেন। নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য বিমান ধার দেয়া হতে পারে।