ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্প

ইন্দোনেশিয়ার অবকাশযাপন কেন্দ্র বালি দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেখানকার লোকজন আতংকগ্রস্ত হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে আসে। ভূমিকম্পে অনেক ভবনের ক্ষতি হয়েছে। খবর বাসস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দ্বীপটির রাজধানী ডেনপাসারের ৮২.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

এ ভূমিকম্পের আঘাতে বালির বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়ে।

ডেনপাসারের বাসিন্দা কোমাং সুদিয়ানি এএফপি’কে বলেন, ‘ভূমিকম্প অনুভূত হওয়ায় আমি কাঁদছিলাম। এটি এতোই শক্তিশালী ছিল যে আমি দ্রুত ঘরের বাইরে চলে যাই এবং সেখানে গিয়ে আমি ইতোমধ্যে রাস্তায় নেমে আসা অনেক লোককে দেখতে পাই।’

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার দেয়া বিভিন্ন ছবিতে এ দ্বীপের বিভিন্ন ভবনের ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজকের বাজার/লুৎফর রহমান