ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৭, নিখোঁজ ৩

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি সেতু ধসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির দুর্যোগ সংস্থা একথা জানায়।

রোববার বিকেলে কাউর শহরে ওই সেতুর ওপর দিয়ে প্রায় ৩০ জন যাওয়ার সময় নবনির্মিত সেতুটি হঠাৎ করে ধসে পড়ে। এতে তাদের অনেকে পানিতে ডুবে যায় এবং অনেকে শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়। এদের অধিকাংশ শিক্ষার্থী ছিল। এ অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল।

দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি সোমবার বলেন, ‘সেতুটি সম্ভবত একসাথে এতো লোকের ভার বহন করতে না পারায় এটি ধসে পড়ে। এতে সাতজনের প্রাণহানি ঘটে এবং আরো তিনজন নিখোঁজ রয়েছে।’ তিনি আরও জানান, ‘পানিতে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীতে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান