ইন্দোনেশিয়া উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশ উপকূলে বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপি’র।
এতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা, হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ৩ টা ২৫ মিনিটের দিকে সমুদ্র উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল লসপালোস শহরের প্রায় ১২০ কিলোমিটার উত্তর পূর্বে সমুদ্র তলদেশের ১৬৬ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে প্রায়শই এ ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।