ইন্সটাগ্রামে পহেলা বৈশাখ ক্যাম্পেইন রবি’র

বিশ্বজুড়ে আমাদের ‘পহেলা বৈশাখ’কে পরিচয় করিয়ে দিতে ‘তোমার তোলা ছবিতে বিশ্বকে চেনাও পহেলা বৈশাখ’ নামে এক অনন্য ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

পহেলা বৈশাখ উদযাপন এবং একে ঘিরে নানা সাংস্কৃতিক আয়াজনের ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করে এ ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
এ ক্যাম্পেইনে অংশ নিতে পহেলা বৈশাখের দিন হেলো ওয়ার্ল্ড, #মিটবৈশাখ, #ট্রাভেলগ্রাম, #পহেলাথবৈশাখ হ্যাশট্যাগ দিয়ে ইন্সটাগ্রামে ছবি পোষ্ট করতে হবে আগ্রহীদের।
পহেলা বৈশাখের দিন ইন্সটাগ্রামে পহেলা বৈশাখকে বিশ্বজুড়ে এক ট্রেন্ডে পরিণত করাও এ ক্যাম্পেইনের লক্ষ্য।

প্রতি বছর ১৪ এপ্রিল বিশ্বজুড়ে বাঙালিরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। বাঙালিদের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ উৎসব হওয়া সত্তে¡ও বিশ্বের খুব কম মানুষই এ সম্পর্কে জানেন।

স্পেনের লা টোমাটিনা ও বুল ফাইট, ব্রাজিলের কার্নিভাল, থাইল্যান্ডের সংক্রানের মতো জাতীয় উৎসবগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বহু পর্যটকরা শুধু এই উৎসবগুলোতে অংশ নিতে ওইসব দেশে যান। সাংস্কৃতিক মান এবং গুরুত্বের দিক দিয়ে পহেলা বৈশাখ ঐ উৎসবগুলো থেকে কোন অংশে কম নয়।
বিশ্বজুড়ে পর্যটকদের আমাদের দেশের প্রতি আকৃষ্ট করতে এ প্রচারণা সহায়ক ভূমিকা পালন করবে।