ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়েনি, চলবে স্বাভাবিক লেনদেন

দেশীয় ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লেনদেনে‌ ৩০ দিনের স্থগিতাদেশের সময়সীমা আর বাড়ায়নি‌ কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ফলে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে পরিচালনা করতে আর কোন বাধা থাকলো না। আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার এ তথ্য জানা গেছে।

এর আগে ২৭ আগস্ট মানিলন্ডারিংয়ের অভিযোগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩(০১)(গ) ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। সেই সাথে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের অ্যাকাউন্টেও স্থগিতাদেশ দেয়া হয়।