ইরানে মৌসুমী বন্যায় ৭ জনের মৃত্যু

ইরানের দক্ষিণাঞ্চলে মৌসুমী বন্যায় সাত জন প্রাণ হারিয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’ এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
ইরান রেডক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশনের প্রধান মাহদি ভালিপউরের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, বুশাহর ও হরমজগানে এসব প্রাণ হানির ঘটনা ঘটে।
ভালিপউর জানান, ইজফাহান, ইয়াজদ, ফার্স ও তেহরান প্রদেশেও বন্যা দেখা দিয়েছে।
তিনি আরো জানান, রেডক্রিসেন্টের কর্মীরা গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে।
বিশেষ করে নভেম্বরে ইরানের বিভিন্ন শুষ্ক এলাকায় ভারি বর্ষণ হয়ে থাকে। এতে শুষ্ক এলাকার জনগণ কিছুটা স্বস্তি পেলেও গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে।