ইরানে রুশ সাংবাদিক আটক

ইউলিয়া ইউজিক নামেরে এক রুশ সাংবাদিকে ইরানে ব্যক্তিগত সফরের সময় আটক করেছে ইরান।

তিনি বলেছেন যে ইরানের সমাজ সম্পর্কিত প্রকাশনা ছাপানোর দায়ে শাস্তি দেবার লক্ষে তাঁকে আটক করা হয়েছে।

ইউলিয়া ইউজিক, প্রাভদা(PRAVDA) ও নিউজ উইক (Newsweek) পত্রিকার রুশ সংস্করণ রুশ্কি নিউজ উইক (Russky Newsweek) মাধ্যমেও দায়িত্ব পালন করেছেন।

তেহরানে সাংবাদিক হিসাবে রাষ্ট্রীয় পরিচালিত, নেটওয়ার্ক প্রেস টিভি (Network Press TV) তে বিভাগীয় প্রধান, ব্রাহম হানরেলের সঙ্গে তিনি একত্রে কাজ করেছেন।

ব্রাহম হানরেলের আমন্ত্রণে সেপ্টেম্বরের ২৯ তারিখে তিনি ইরান সফরে আসেন। তিনি জানান হোটেলে তাঁকে প্রথম আটক করা হয়; তারপর চোখ বেঁধে কারাগার ও আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁর প্রাক্তন বস ব্রাহম হানরেল কোনো ধরণের ‘সহযোগিতা করতে অস্বীকার করেন।

ইরান কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ইসরাইলের মোসাদের MOSSAD হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে।

আজকের বাজার/লুৎফর রহমান