উকুন তাড়ানোর উপায়

উকুনের যন্ত্রনা সহ্য করা ঢের কঠিন কাজ। উকুনের যন্ত্রণায় রাতে ঘুমানো দায়। মানুষের সম্মুখেও মাথায় হাত দিতে হয় উকুন ধরতে। মোদ্দকথা, বিড়ম্বনার শেষ নেই। এ সমস্যা সমাধানে অনেকেই মাথা ন্যাড়া করেন। তাতেও কোন লাভ হয়না। মাথায় চুল হওয়ার সাথে সাথে ফের উকুন হানা  দেয়।

আপনি জেনে অবাক হবেন যে, আমাদের খুব পরিচিত একটি ঔষুধি গাছ আপনার মাথার উকুন তাড়াতে পারে। তা হলো নিমগাছ।নিমপাতার অনেক গুণের কথা আমরা জানি। তবে আজ আপনাদের জানাব, নিমপাতা দিয়ে কীভাবে উকুন তাড়াবেন।

নিমপাতার গুণাগুণ

নিমের বৈজ্ঞানিক নাম অুধফরৎধপযঃধ রহফরপধ। নিমকে ইন্ডিয়ান লাইলাকও বলা হয়। আমাদের সবার পরিচিত নিম আয়ুর্বেদ, প্রাকৃতিক, ইউনানি এবং হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিমে ব্যাকটেরিয়ানাশক, ভাইরাসনাশক, ছত্রাকনাশক, বেদনানাশক, জ্বরনাশক, পচন নিবারক, জীবাণুনাশক, অ্যান্টিডায়াবেটিক, রক্ত পরিষ্কারক এবং স্পারমিসাইডাল উপাদান আছে। নিমের নানাবিধ ঔষধি গুণের জন্য একে ‘ওয়ান ট্রি ফার্মেসি’ও বলা হয়। নিমগাছ পরিবেশের জন্যও অনেক উপকারী। নিমগাছের প্রতিটা অংশ- শিকড়, বাকল, আঠা, পাতা, ফল, ডাল, বীজ এবং বীজের তেল ভেষজ ঔষধি হিসেবে ব্যবহার হয়।

আসুন জেনে নিই নিমপাতা দিয়ে কীভাবে উকুন তাড়াবেন। নিমপাতার পেস্ট

উকুন তাড়াতে নিমপাতার পেস্ট খুব কার্যকর। নিমপাতা বেটে এই পেস্ট তৈরি করা যেতে পারে। নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসাজ করুন, ৫ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। সপ্তাহে ২-৩ বার এটা করুন। ২ মাস এভাবে করুন। উকুন দূর হবে।

নিমের তেল

উকুন তাড়াতে নিমের তেল ব্যবহার করতে পারেন, যা হাতের কাছেই পাওয়া যায়। তেল মাথার তালুতে ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেলের তেলের সঙ্গে নিমের তেল

মাথায় তেল দেয়ার সময় সাধারণ নারকেলের তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে নিতে পারেন। এতে উকুন তো যাবেই আর নতুন করে বংশবিস্তার করতে পারবে না।

নিমপাতা মাথায় ব্যবহারের পর জ্বালা করলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। উকুনের অবস্থা বুঝে সাপ্তাহে অথবা ১৫ দিনে একবার ব্যবহার করবেন।

আজকের বাজার/আরজেড