উন্নয়নের সফল নেতৃত্বদানকারী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান সরকারি দলের

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা উন্নয়নের সফল নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন। গত ৯ জানুয়ারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন।

গত ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ ও এ বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ আলোচনায় অংশ নেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সরকারি দলের মো. মহিবুর রহমান, আবদুস সালাম মুর্শেদি, ছলিমউদ্দিন তরফদার, সৈয়দা রাশেদা বেগমী ও জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ।

আলোচনায় অংশ নিয়ে গত ১১ বছরে শেখ হাসিনার সরকার দেশের দরিদ্র হার ৪২ শতাংশ থেকে ২০. ৫ শতাংশে নামিয়ে এনেছে। তার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বে রোল মডেল। অন্যদিকে বেগম জিয়ার শাসনামলে দেশ জঙ্গী রাষ্ট্র হিসাবে বিশ্বে পরিচিতি পায়। সরকারি দলের অন্য সদস্যরা বলেন, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, শিল্প ও আর্থসামাজিক খাতসহ সব ক্ষেত্রে সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশে ২০০৯-১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বাত্মক বিপ্লবের জোয়ার বইছে।

তারা বলেন,এর আগের সরকারগুলোর আমলে দেশের জনগণের খাদ্যের যোগান দিতে হিমসিম খেতে হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা ম্যাজিকের কারণে দেশ খাদ্যে উদবৃত্ত। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়া। এর ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষক বান্ধব নীতি গ্রহণ করায় কৃষি উৎপাদন যে কোন সময়ের তুলনায় কয়েকগুন বেড়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান