একাদশ সাইকেল-লেন দিবসে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রতি বছরের মতো যথাযথ মর্যাদায় এপ্রিল প্রথম শুক্রবার, সকাল ৯ টা,৩০মিনিট, সাইক্লিস্টদের নিরাপদ চলা ও অধিকার রক্ষার্থে,ফ্রেস একাদশ, সাইকেল লেন দিবস ২০২২ সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালা মাটিয়া আড়ংমাঠে। পরিষদের সভাপতি, মোঃ আমিনুল ইসলাম টুববুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান,অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,কাজী সাখাওয়াত,মেঘনা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার, মুনতাসীর মামুন, সাবেক ফুটবলার কায়সার হামিদ, বাংলাদেশ বুক ক্লাবের, সভাপতি লেখক ও গবেষক আর.কিভিস্ট,আল আমিন বিন,স্বাগত বক্তব্য রাখেন, বিডি ক্লিক এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, এবারের উৎসব কমিটির আহ্বায়ক দিদার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে দিবসটি উদযাপিত হয়।

পরিবেশ আন্দোল মঞ্চের সভাপতি আমির হোসেন মাসুদ, নিরাপদ চিকিৎসার সালমা বেগম, সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, র‍্যালিতে বিভিন্ন জেলায় চারশত সাইক্লিস্ট উপস্থিতি দেখা যায়।একাদশ, সাইকেল লেন দিবস ২০২২ দিবসে দেশের পরিবেশ, সুস্বাস্থ্য রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সাইক্লিং বিশেষ অবদান রাখায়” মুক্তিযুদ্ধ চেতনা কে সামনে রেখে ” ওরা এগারো”সম্মাননা প্রদান করা হয় যে সকল নেতৃবৃন্দের তাদের নাম ঘোষণা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, মেয়র, আতিকুল ইসলাম,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসএর চেয়ারম্যান, অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ,সভাপতি,মোঃ আমিনুল ইসলাম টুববুস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, অর্জনকারী,মোঃ সুলাইমান, কেরানীগঞ্জ সাইক্লিং (প্রশাসক) মোহাম্মদ মনোয়ার হোসেন, (বিডি সাইক্লিস্ট)রাউন্ড টেবিলে বাংলাদেশের এজাজ মাহমুদ রনি, হবিগঞ্জ লালা সবুজ সাইক্লিং এর সভাপতি, মোঃ মাজহারুল ইসলাম তারেক, অভিযাত্রীর মৌসুমী আক্তার এপি, ফ্যামেলি সাইক্লিস্ট গুরুপের, প্রধান নির্বাহী, মোঃ মফিজুল ইসলাম, হেমন্ত রাইডারসের জিনিয়া তাবাসসুম।এদের মধ্যে দুজন অনুপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, আতিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ,আইনবিদ সমিতি (বেলার, প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। মঞ্জুর হোসেন ঈসার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও আপ্যায়নের মাধ্যদিয়ে সমাপ্তি হয় একাদশ, সাইকেল লেন দিবস বেলা এগারোটার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে ।