এক বছরে কৃষিশিল্প খাতে ৮৭ শ্রমিক নিহত

দেশের কৃষিসংশ্লিষ্ট শিল্প খাতে হতাহত শ্রমিকদের কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই দাবি করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন জানিয়েছেন কেবল ২০১৬ সালেই এ খাতে ৮৭ জন শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন।

শুক্রবার,২৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণ ও কুষ্টিয়ার এ আর এস পার্টিকেল বোর্ড কারখানার অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে।

রতন বলেন, ‘দেশে বয়লার পরিস্থিতি দেখার কেউ নেই। বয়লার অধিদপ্তরের কর্মকর্তা মাত্র ছয়জন। ব্রিটিশ, পাকিস্তান এমনকি স্বাধীনতার ৪৬ বছর কেটেছে, তবুও ১৯২৩ সালের বয়লার আইন আজও পাল্টায়নি। তাই দেশের বয়লার পরিস্থিতি সব সময়েই নাজুক অবস্থায়। অহরহ দুর্ঘটনায় হতাহত হয় বহু শ্রমিক।’ তিনি আরও বলেন, ‘যে কোনো শিল্পকারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরসহ ১৭টি দপ্তরের অনুমতি নিতে হয়। অথচ কারখানায় শ্রমিক নিহত হলে ক্ষতিপূরণ কে দেবে তাই নিয়ে অযথা প্রশ্ন তোলা হয়। যেহেতু কারখানা স্থাপনের জন্য ১৭টি দপ্তর-অধিদপ্তরের অনুমতি নিতে হয়। তাই দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকের ক্ষতিপূরণের দায় রাষ্ট্রকেই নিতে হবে। এ ক্ষেত্রে অযথা প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকতে পারে না।’

শ্রমিক নেতা রতন বলেন, ‘কারখানায় নিহত-আহত শ্রমিকের ক্ষতিপূরণ কে দেবে তা আজও নির্ণয় করতে গড়িমসি করা হচ্ছে। কী পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে তার সঠিক কোনো পরিমাণও সরকার নির্ধারণ করে দেয়নি। যখন গ্রার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ছিল মাসে ৫০০ টাকা তখন থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা দেওয়ার একটি রেওয়াজ দেশে চালু রয়েছে। কিন্ত এখন তাদের ন্যূনতম বেতন ৫০৩০ টাকা। তাই বেতনের সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণও অন্তত ১০ গুণ হওয়া উচিত। এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত সরকারই ভঙ্গ করছে।’

কর্মস্থলে শ্রমিকের মৃত্যুতে তার আজীবনের আয়ের সমান অর্থাৎ ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে রাজেকুজ্জামান রতন বলেন, ‘দিনাজপুরে বয়লার বিস্ফোরণে ১৫ জন এবং কুষ্টিয়ার অগ্নিকাণ্ডে ২ জন শ্রমিকদের মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড। অবিলম্বে ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যরা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদুল হক মিলু।

আজকের বাজার:এলকে/এলকে/২৮এপ্রিল,২০১৭