এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন দিমিত্রভ

ডেভিড গভিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন গ্রিওগর দিমিত্রভ। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হন বুলগেরিয়ান এ তারকা।
লন্ডনের ও২ অ্যারিনায় টেনিস পুরুষের ছয় নম্বর তারকা দিমিত্রভ মুখোমুখি হন সাত নম্বর তারকা গভিনের। যেখানে দিমিত্রভ জিতে নেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে।
এবারই প্রথম এই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল দিমিত্রভের। তাই শিরোপা জেতার সঙ্গে সঙ্গে ইতিহাসটাকে নতুন করে লিখলেন লন্ডনে। ১৯৯৮ সালের পর এতদিন এই টুর্নামেন্টে অভিষেকে শিরোপা জেতেনি কেউ!
এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ। এ শিরোপা জয়ের ফলে তিন ধাপ এগিয়ে তিনে চলে এলেন দিমিত্রিভ। তার আগে এখন শুধুমাত্র রয়েছেন রাফায়েল নাদাল (শীর্ষে) ও ফেদেরার।
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭