এবার ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীর পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন আর দীর্ঘদিনের উপদেষ্টা হোপ হিকস পদত্যাগ করেছেন। ট্রাম্প প্রশাসন খবর নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংযোগ তদন্ত কমিটির নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের একদিন পরেই পদত্যাগের ঘোষণা দেন ২৯ বছর বয়সী সাবেক মডেল ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক এই কর্মকর্তা।

পদত্যাগের কারণ সম্পর্কে হোপ হিকস তার সহকর্মীদের বলেন, হোয়াইট হাউসে কাজের পূর্ণতা পেয়েছেন তিনি। পদত্যাগের সঙ্গে জিজ্ঞাসাবাদের কোনো সম্পর্ক নেই। এ বিশয়ে মার্কিন প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানিয়েছেন, হিকস কখন হোয়াইট হাউস ছেড়ে যাবেন তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ, সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তোলার পর পদত্যাগে বাধ্য হয়েছিলেন ট্রাম্পের স্টাফ সেক্রেটারি রব পোর্টার।

এদিকে গেল সপ্তাহের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষ দুই উপদেষ্টার সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউস থেকে বিদায় ঘণ্টা বাজছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার ও চীফ অব স্টাফ জন কেলির। এর আগেও ট্রাম্প প্রশাসন থেকে কয়েকজন সরে দাঁড়িয়েছেন।

আজকের বাজার/এইচজে