এবার ভারতের দলে ফিরলেন নতুন শচিন

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ‘নতুন শচিন’ বলে ডাকা হতো পৃথ্বী শ’কে। রানের বন্যা বইয়ে দিয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটে। শচিনের সঙ্গে উচ্চতায়ও বড্ড মিল আছে। তবে পৃথ্বীর উঠতি ক্যারিয়ারটা হঠাৎই থমকে গিয়েছিল, ডোপ টেস্টে পজেটিভ হয়ে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। নির্বাসনের অন্ধকারময় পর্ব কাটিয়ে ফের ভারতের টেস্ট স্কোয়াডে এলেন মুম্বাইয়ের বিস্ময় এ প্রতিভা। পৃথ্বীর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে আসলেন দুই নতুন মুখও।

২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন পৃথ্বী। তারপর প্রথমে অস্ট্রেলিয়ায় চোট পান, পরে ডোপ টেস্টে নাম জড়িয়ে ৮ মাসের জন্য নির্বাসিত হন। গেল মাসে তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথমবার ওয়ানডে দলে ডাকা হয়েছিল। এবার রোহিত শর্মার বদলে দলে মায়াঙ্ক আগারওয়াল আসায়, তারা দুজনেই একসঙ্গে ওপেন করতে পারেন। সেইক্ষেত্রে কেএল রাহুল মিডল অর্ডারে খেলা ব্যাটিং চালিয়ে যাবেন।

পৃথ্বী আপাতত নিউজিল্যান্ডেই আছেন। গত দুসপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ভারত ‘এ’ দলের হয়ে সেই দেশে সফর করছেন। যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ১৫০ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন।

নিউজিল্যান্ড-ভারত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। ওয়েলিংটনে ওই দিন সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে দুদল। ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।

আজকের বাজার/আরিফ