এমারেল্ড অয়েলের ৯৭ শতাংশ মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের ৯৭.৩২ শতাংশ মুনাফা কমেছে। কোম্পানির ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ব্যবসায় এ পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১২ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ১.০৯ টাকা বা ৯৭.৩২ শতাংশ।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২৬ টাকায়।

এদিকে কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে ইপিএস করেছে ৩.৩৩ টাকা। এর বিপরীতে কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।