এসআইবিএল এর ৯ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ভার্চুয়াল প্লাটফর্মে ১৩ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৯ম বিশেষ সাধারণ সভা। ব্যাংকের শেয়ারহোল্ডারগণের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ সাধারণ সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের শর্তানুযায়ী প্রস্তাবিত পাঁচশত কোটি টাকার মুদারাবা পারপিচ্যুয়াল বন্ডের মূল্য কমন শেয়ারে রূপান্তরের বিষয়টি অনুমোদন করা হয়। সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দও উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ ব্যাংকের প্রতি আস্থা, সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ষ্টক এক্সচেঞ্জ, চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জ, শেয়ারহোল্ডার, ষ্টেকহোল্ডারসহ অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।