ওমিক্রন দ্রুত সংক্রমিত করে, তবে ডেল্টার চেয়ে দুর্বল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার বলেছে, প্রাথমিক তথ্য এই ইঙ্গিত করে যে, ওমিক্রন কোভিড-১৯ ভাইরাস পূর্ববতী ভেরিয়্যান্টের তুলনায় আগে সংক্রমিত বা ভ্যাকসিন নিয়েছে এমন লোকদের সহজেই সংক্রমিত করতে পারে তবে এই সংক্রমনের প্রভাব মৃদু ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রেয়েসাস সাংবাদিকদের বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত ডেটায় ওমিক্রন পুনরায় সংক্রমন বৃদ্ধির ঝুঁকির ইঙ্গিত দেয়।” তবে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায় “ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল রোগ সৃষ্টি করতে পারে।”
তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরো তথ্য প্রমাণ প্রয়াজন। সব দেশগুলোতে তাদের নজরদারি বাড়ানোর আহবান জানান। এতে ওমিক্রন কিভাবে আচরণ করে এবং এর একটি পরিস্কার চিত্র পাওয়া যাবে।