কবি নজরুলের গান-কবিতা মুক্তিযুদ্ধের সময় মানুষকে অনুপ্রাণিত করেছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের লেখা থেকেই আমাদের মুক্তির স্লোগান ‘জয় বাংলা’ নিয়েছেন, যা এখন জাতীয় শ্লোগান।’ বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, কবি নজরুল ১৯৩০ সালের দিকে চাঁদপুরে এসেছিলেন। সেই স্মৃতি স্মরণীয় করে রাখতে আগামী ২৫ মে কবির জন্মজয়ন্তীর আগেই একটি ‘নজরুল মুরাল’ নির্মাণ করা হবে।

এসময় শিক্ষার্থীদেরকে নজরুল চর্চার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতেও এটি শনাক্ত হয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে।সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শিল্পকলায় এসে শেষ হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রশিক্ষণ, গ্রন্থমেলা, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠানের আয়োজন রয়েছে। সূত্র:ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান