কমিশন ও মার্জিন ঋণের সুদহার কমিয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড মার্জিন ঋণের সুদহার কমিয়েছে। সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পূর্বে মার্জিন ঋণের যে সুদহার ছিল বর্তমানে তার চেয়ে ২ শতাংশ কমে ঋণ দিচ্ছে। একই সঙ্গে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও কমিয়েছে কমিশন হার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী অর্থসূচককে বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আগ্রহী করার লক্ষ্যে পর্ষদ কমিশন ও সুদহার কমিয়েছে।