করোনাভাইরাসে দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১

Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

করোনাভাইরাসে দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় বৃহস্পতিবার এ সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩৪১ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে পুরুষ সাত এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয়জন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২০ লাখ ৮৩ হাজার ৩০৪ জন। এদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ১৪২ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ১০ হাজার ৩৫০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান