করোনাভাইরাস: ইতালি ফেরত আরও ১ জন হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি হওয়া দুদু মিয়া (৬০) নামের ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে (আইসোলেশন) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরা দুদু মিয়ার বাড়ি উপজেলার ২নং ষাটনল ইউনিয়নের বাড়িভাংগা গ্রামে। তার বাবা নাম আমতু বেপারী। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ইতালি থেকে ফিরলেও শনিবার গ্রামের বাড়িতে যান দুদু মিয়া। সেখানে তার জ্বর ও ডায়রিয়া দেখা দিলে স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, ‘বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে। সেখান থেকে লোক এসে সোমবার রাতেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।’‘পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (মঙ্গলবার) সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না,’ যোগ করেন তিনি। জেলা সিভিল সাজর্ন ডা. মো. সাখাওয়াতউল্লাহও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পাশে আরেকটি ভবনে সাতটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’ একইভাবে জেলার বাকি সাত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতি উপজেলায় সাত সদস্য বিশিষ্ট একটি দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান