করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩,৮৩০

চীন থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হয়েছে বলে রবিবার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশসহ বিশ্বের ১০৯টি দেশে ছড়িয়েছে ভাইরাসটি।

করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে কোভিড-১৯ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এর আগে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ৩০ জানুয়ারি থেকে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান