করোনাভাইরাস: বিশ্বব্যাপী সর্বশেষ পরিস্থিতি

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে:

চীনে বিদেশ থেকে যেসব নাগরিক দেশে ফিরেছে তাদের মধ্য থেকে নতুন করে আরো ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রতিদিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার এএফপি জানায়, বিশ্বের ১৯০ টি দেশ ও ভূখন্ডে করোনাভাইরাসে প্রায় ১ লাখ ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। চীনে গত ডিসেম্বরে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ২৪ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ২০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। সারা বিশ্বে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ৯ লাখ ৩২ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৭৭ হাজার ১২৯ জন মারা গেছে। ইতালিতে করোনাভাইরাসে ১৯ হাজার ৮৯৯ জন, স্পেনে ১৬ হাজার ৯৭২ জন, ফ্রান্সে ১৪ হাজার ৩৯৩ জন এবং ব্রিটেনে ১০ হাজার ৬১২ জন মারা গেছে। এদিকে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লেবানন ২৬ এপ্রিল পর্যন্ত তাদের দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। সিরিয়া আগামী ২ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আর্জেন্টিনা তাদের বিভিন্ন বড় নগরীতে ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। তবে তারা গ্রামীণ এলাকায় এ পদক্ষেপ শিথিল করার কথা বিবেচনা করছে।

এদিকে তিন দিন আউসিইউতে থাকার পর করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ডাউনিং স্ট্রীট জানিয়েছে, তিনি খুব শীঘ্রই কাজে ফিরতে পারবেন না। বৃটিশ সরকার জানায়, তারা কোভিড-১৯ ভাইরাস রোধে এবং দ্বিতীয় দফার আক্রান্ত হওয়া মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করতে ব্রিটেনের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও আর্ন্তজাতিক সংস্থাগুলোকে ত্রাণ দিতে অতিরিক্ত ২২ কোটি ৮০ লাখ ইউরো বরাদ্দ দেবে। তাছাড়া বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো তেলের দাম ধরে রাখতে এর উৎপাদন হ্রাসে সম্মত হয়েছে। কেননা, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবং রাশিয়া ও সৌদি আরব তেলের মূল্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্তহওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক পড়ে গেলে তারা এ সিদ্ধান্ত নেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওপেক-প্লাসের নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান