করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু প্রায় ২২ লাখ ৬৮ হাজার

Medical personnel wearing personal protective equipment remove bodies from the Wyckoff Heights Medical Center Thursday, April 2, 2020 in the Brooklyn borough of New York. As coronavirus hot spots and death tolls flared around the U.S., the nation's biggest city was the hardest hit of the all, with bodies loaded onto refrigerated morgue trucks by gurney and forklift outside overwhelmed hospitals, in full view of passing motorists. (AP Photo/Mary Altaffer)

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ২২ লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৬৭ হাজার ৯১০ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬২৬ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৫০ হাজার ৬৮০ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৫৯৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯৩ লাখ ৩৯ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের।

মেক্সিকো ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজারের বেশি। 

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- যুক্তরাজ্য (প্রায় ৩৮ লাখ ৮৩ হাজার), রাশিয়া (৩৮ লাখ ৫৮ হাজারের বেশি), ফ্রান্স (৩৩ লাখ ১০ হাজারের অধিক) ও স্পেন (২৮ লাখ ৮৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ৯ হাজার ৫৪৭ জন)। তারপরে ইতালিতে ৮৯ হাজার ৮২০ জন, ফ্রান্সে ৭৭ হাজার ৭৪১ জন ও রাশিয়ায় ৭৩ হাজার ৪৯৭ জন মারা গেছেন।