করোনা সংক্রমণ নিয়ে ভিডিও সম্মেলন ইইউ নেতৃবৃন্দের

ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী ২৯ অক্টোবর ভিডিও সম্মেলন করতে যাচ্ছেন।
ইউরোপ জুড়ে হঠাৎ কোভিড ১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে আলোচনার জন্যে তারা এ সম্মেলন আয়োজন করছেন।

বুধবার ইউরোপের নানা সূত্রে এ তথ্য জানা গেছে।
ধারণা করা হচ্ছে এভাবে নিয়মিতই ভিডিও কলের আয়োজন করা হবে। এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউরোপীয় নেতৃবৃন্দ করোনার সংক্রমণের বিস্তার রোধ এবং মহামারি আক্রান্ত অর্থনীতি পুনরুদ্ধারে সমন্বয় জোরদারে ব্যাপকভাবে আগ্রহী বলে সুত্রগুলো নিশ্চিত করেছে।

এদিকে দ্বিতীয় দফায় তীব্র সংক্রমণের কারণে ইউরোপের বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। বুধবার ইইউ’র প্রথম দেশ হিসেবে আয়ারল্যান্ড তার জনসাধারণকে আবারো পুরো নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে।
এছাড়া ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনের করোনা পরিস্থিতিও বিপদজনক।

করোনা মহামারির কারণে বিশ^ব্যাপী অন্তত ১১ লাখ ২৬ হাজার ৪৬৫ জন মারা গেছে। এর মধ্যে ইউরোপে মারা গেছে ২ লাখ ৫৪ হাজার ৩শ’ জন। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।