কাজাখ নির্বাচনে জয় পাওয়ায় তোকায়েভকে অভিনন্দন পুতিনের

মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয় অর্জন করায় ক্ষমতাসীন নেতা কাসিম-জোমরাত তোকায়েভকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে পুতিন বলেন, জনগণের কাছ থেকে যে বিশ্বাসযোগ্য রায় পেয়েছেন তা জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে আপনি যে উদ্যোগ নিয়েছেন সেটি বাস্তবায়নের সুযোগ তৈরি করবে।
কাজাখস্তানের সাথে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ইউক্রেনে রুশ হামলার পর এতে টানাপোড়েন শুরু হয়। কারণ, সাবেক সোভিয়েতভুক্ত কাজাখস্তান পশ্চিমের সাথেও একটি ভারসাম্যমূলক সম্পর্ক বজায়ের চেষ্টা করছিল।
বিবৃতিতে পুতিন দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব, বন্ধুত্ব, প্রতিবেশিতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রশংসা করেন।
তিনি বলেন, এসব উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাব।
কাজাখস্তানের নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে, তোকায়েভ (৬৯) রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৮১.৩১ শতাংশ ভোট পেয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নজরায়েভের হাত ধরে ২০১৯ সালে ক্ষমতায় বসেন।
নির্বাচনে অন্য পাঁচ প্রার্থীর কেউই দুই অংকের ভোট পান নি।  মাত্র ৫.৮ শতাংশ ভোটার বাকী সকল প্রার্থীকে ভোট দেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কাজাখস্তানে এলপি গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে জানুয়ারিতে বড়ো ধরনের বিক্ষোভ হয়। তোকায়েভ কঠোর হাতে সে বিক্ষোভ দমন করেন।
বলা হচ্ছে, রোববারের নির্বাচনের মধ্যদিয়ে তিনি তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার সুযোগ পাচ্ছেন।