কাল দুপুর পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে

আগামীকাল দুপুর পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল অব্যাহত থাকবে। তবে তা সীমিত আকারে এবং যাত্রীদের চাপ সাপেক্ষে চলবে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক ‘বাসস’কে বলেন, যাত্রীবাহী লঞ্চ আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলাচল করবে। তবে যাত্রীদের চাপের কারণে তা আগামীকাল দুপুর পর্যনÍ চলতে পারে। সবই নির্ভর করছে যাত্রী সাধারণের প্রয়োজনীয়তার উপর। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের যাতায়াতের অনুরোধ জানিয়েছেন।
সরকার ১ আগস্ট থেকে গার্মেন্টস শিল্প খুলে দেয়ার পর রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় শনিবার থেকে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়। আজ দুপুর পর্যন্ত চলার ঘোষণা থাকলেও যাত্রীদের চাপে তা আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে ঈদুল আজহার কারণে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত নৌযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে কোভিড পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।