কুমিল্লার হোমনার ২টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

জেলার হোমনা উপজেলার দুলালপুর বাজারে আজ সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ওষুধে দোকানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।

এ সময় রোকেয়া ডেন্টাল কেয়ারে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারুক ও হোমনা থানা পুলিশ।

এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বাসসকে বলেন, রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা কর হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান