কুমিল্লার ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

ভ্রাম্যমাণ আদালত আজ সকাল সাড়ে ৯টায় নগরীর ৩টি হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা স্বাস্থ্যবিভাগের সমন¦য়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা নগরীর শিফা আলট্রাসোনোগ্রাফিকে ৫ হাজার টাকা, হাউজিং এষ্ট্রেট আল নুর হসপিটালকে ১ লক্ষ টাকা এবং কুমিল্লা সেবা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা করেন ডাঃ সুমিত রায় এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় বাসসকে বলেন, হসপিটাল গুলোতে সেবা মূল্য তালিকা না থাকা ও ডিউটি ডাক্তার না থাকা, রোগীর কেবিনে ওটির ফ্রিজ রাখায়, হসপিটাল পরিচালক নিজেই ওটি ইনচার্জ থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়াসহ হসপিটালগুলোতে ডিগ্রি ধারী কোন টেকনিশিয়ান না থাকায় ভ্রামমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।