কুমিল্লায় গত ৩ মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৯টি অভিযান

জেলার বিভিন্ন স্থানে গত ৩ মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ২৯টি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ ২৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, গত অক্টোবর মাসে ১২টি অভিযানে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬ হাজার টাকা, নভেম্বর মাসে ১০টি অভিযান চালিয়ে ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার ৫শত টাকা এবং ডিসেম্বর মাসে ৭টি অভিযান চালিয়ে ২৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, পণ্যের অতিরিক্ত মূল্যে বেচাকেনাসহ বিভিন্ন অনিয়মতার অভিযোগে জরিমানা আদায় করা হয়।
তিনি জানান, গত ৩ মাসে গ্রাহকদের ৩১টি অভিযোগের মধ্যে ৩০টি নিষ্পত্তি করে ৬টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আদায়কৃত জরিমানা থেকে অভিযোগকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শতকরা ২৫% টাকা প্রদান করা হয়েছে।