কুমিল্লায় দুইটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে জরিমানা

জেলায় আজ সকাল ১০টায় মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র্র আইন অমান্য করে পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমনিা করা হয়েছে।
এরমধ্যে জাঙ্গালিয়ার জন্ম মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ১০ হাজার টাকা ও শাকতলা এলাকার পুনঃ জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লার ড্রাগ সুপার সফিকুল ইসলাম, ডাঃ সুমিত রায় ।এ সময় জেলা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় বাসসকে জানান, ১০ বেডের অনুমোদনে ১৮ হতে ২২ জনের রোগী ভর্তি, কৃর্তব্যরত ডাক্তার না থাকা, অপরিস্কার পরিবেশ, মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করায় জরিমানা করা হয়।