কুষ্টিয়ায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত, এলাকা লকডাউন

জেলায় এই প্রথম দুইজনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। জেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তি ও তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। গত ২০ এপ্রিল দুইজনের স্যাম্পল সংগ্রহ করে যশোরে পাঠানো হয়। আজ (বুধবার) সকালে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নজমুল মুনীর জানান। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মীর মোশাররফ হোসেন সড়কের বাসিন্দা (৩২), তিনি পেশায় একজন ব্যাংকার। গত ২০ দিন আগে তিনি মাদারীপুর জেলা থেকে কুষ্টিয়ার বাড়িতে আসেন। অপরজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামের বাসিন্দা (৬৯)। জেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তি ও তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, জেলায় নারায়ণগঞ্জ, ঢাকা ও ভারত থেকে আসা ২ হাজার ৪৪ জন হোম কোয়ারেন্টিনে আছে। ৩ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে আছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান