কুয়েটে স্মার্ট ফোন ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের স্মার্ট ফোন এবং ইন্টারনেট ডাটাপ্যাক কিনতে আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে স্নাতক কোর্সের অস্বচ্ছল শিক্ষার্থীদের আবেদনের পেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ কুয়েট’র অর্থ কমিটির ৪৪তম জরুরী সভার সুপারিশক্রমে সিন্ডিকেটের ৭০তম সভার অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগের ১০৫ জন শিক্ষার্থীকে এই সুবিধা দেয়া হচ্ছে।

এসব শিক্ষার্থীকে বিনা সুদে ১০ হাজার টাকার ঋণ এবং ৪৫০ জনকে বিনামূল্যে ইন্টারনেট ডাটাপ্যাক সুবিধা দেয়া হবে।

উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সহজেই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে।