গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৬ চালককে জরিমানা

জেলায় আজ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়দেবপুর চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস মোড় এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

এসময় ৬ বাস চালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা ও গাড়ি চালাতে অনিয়ম করায় মামলা দেয়া হয়। উল্লেখ্য,গত দুইদিন ধরে এসব এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান