গাজীপুর ও চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবি ও কারখানা বন্ধ করার প্রতিবাদে গাজীপুর ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই বিক্ষোভ করে ভেলমন ও মিক নীটসহ প্রায়৭/৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এক পর্যায় তারা আশপাশের ক্রাউন ও স্টাইলিশ ফ্যাশনসহ বিভিন্ন কারখানায় ভাঙচুর করে। সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে শিল্প-পুলিশের শতাধিক সদস্য এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে, টঙ্গী বিসিকে দু’টি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।

এছাড়া, চট্টগ্রামে পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ করে দেয়া ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে দেওয়াহাটে এনএক্স ফ্যাশন লিমিটেডের শতাধিক শ্রমিক বিক্ষোভ করে। তাদের অভিযোগ, সকালে তারা কাজে এসে দেখে মালিকপক্ষ কোনও ঘোষণা না দিয়েই কারখানা বন্ধ করে দেয়। একই সাথে হালিশহরে একই মালিক তার আরেকটি কারখানা চালু করে।