গোল্ডেন মনির ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

রাজধানীর মেরুল বাড্ডার বাসা থেকে মদ, বিদেশি মুদ্রা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া গোল্ডেন মনির এবং তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে বৃহস্পতিবার নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য ইউএনবিকে বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে প্রেরিত চিঠিতে তাদের সম্পদ সম্পর্কিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

দুদক পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশে এ দম্পতিকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়।