গড় আয়ুতে এগিয়ে নারী

বাংলাদেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কিছুটা বেড়েছে। পরিসংখ্যান অনুসারে গড় আয়ু বাড়ায় পুরুষের তুলনায় নারীরাই এগিয়ে আছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্রে এ তথ্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৯ মাস বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে।

মন্ত্রী জানান, এর মধ্যে পুরুষের গড় বয়স হয়েছে ৭০ বছর ৩ মাস। আর নারীর গড় আয়ু ৭২ বছর ৯ মাসে দাঁড়িয়েছে।

উল্লেখ, এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে  গড় আয়ুর  এই প্রতিবেদন প্রকাশ করে বিবিএস।

বিবিএস এর তথ্য মতে ২০১৫ সালে ছিল বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৯ মাস। আর ২০১৪ সালের হিসাবে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। আর ২০১৩ সালে এটি ছিল ৭০ দশমিক ৪ বছর।

আজকের বাজার: ডিএইচ/ ২৫.৪.২০১৭