‘ঘেরাও করে রাখা’ মায়ানমারের বিক্ষোভকারীদের অবশ্যই নিরাপদে ছেড়ে দিতে হবে : জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ইয়াঙ্গুনে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অভ্যন্তরে ‘ঘেরাও করে রাখা’ মিয়ানমারের শত শত বিক্ষোভকারীকে নিরাপদে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জান্তা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে। তার মুখপাত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব ‘সহিংসতা বা গ্রেফতার ছাড়াই সকল বিক্ষোভকারীকে নিরাপদে ছেড়ে দেয়ার এবং সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন, ‘সেখানে আটকাপড়াদের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস পালনে শান্তিপূর্ণভাবে মিছিল করা অনেক নারীও রয়েছেন।’